ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার ভিজে স্কুলের এসএসসি ৯৬ ব্যাচের পরিচালিত ” ক্লাব ৯৬” এর পক্ষ থেকে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার প্রয়াসে সমাজের সুবিধাবঞ্চিত ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ১৯ এপ্রিল বিকাল ৩ টায় চুয়াডাঙ্গার ভিজে এসএসসি ৯৬ ব্যাচের আয়োজনে চুয়াডাঙ্গা স্টেশন রোডস্থ ক্লাব ৯৬ কার্যালয়ে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে চুয়াডাঙ্গার প্রায় তিন শতাধিক নারী -পুরুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৯৬ ব্যাচের ডা. রাকিবুল হাসান শাওন বলেন, ‘মানুষের জন্য কিছু করার ইচ্ছা প্রতিটা মানুষেরই থাকে, কিন্তু একা করাটা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব হয় না। সম্মিলিত চেষ্টায় কিছু একটা হয়ে ওঠে। অবশ্য তার জন্যও দরকার পড়ে কিছু দায়িত্ব শীল মানুষের। কর্ম ব্যাস্ততা আর দুরত্বের কারনে ইচ্ছে থাকা সত্বেও নিজ এলাকার মানুষের জন্য কিছু করাটা দুরহ । সেই দায়িত্ব নিজেদের কাধে নিয়ে আমাদের কিছু বন্ধু সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যায়, আর আমরা শুধু বন্ধু হিসেবে তাদের এই মহত কাজের ক্ষুদ্র অংশ হতে পারি।’
ক্লাব-৯৬ এর মুখপাত্র নাহিদ হাসান খান বলেন, ‘একটি পরিবারের ঈদ উপলক্ষে যা যা প্রয়োজন তার প্রায় অধিকাংশই উপহার হিসেবে প্রদান করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি করে তেল,চিনি, লবন, পেয়াজ, পোলাও চাল ও সেমাই এবং ২ কেজি আলু ও ১ টি করে তাজা মুরগী।’
এপ্রসঙ্গে উল্লেখ্য চুয়াডাঙ্গার এই এসএসসি ৯৬ ব্যাচটি “আমাদের আবেগ আছে, অনুভূতি আছে ,আছে বন্ধুত্বের শক্ত মেলবন্ধন” এই স্লোগান নিয়ে বিগত প্রায় ২০ বছর যাবৎ ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু শিবির, শীতবস্ত্র ও কম্বল বিতরণ এবং দরিদ্রদের সাবলম্বী করা সহ নিঃস্বার্থ ভাবে চুয়াডাঙ্গা জেলায় নানা সমাজসেবা মূলক কার্যক্রম করে আসছে।