চুয়াডাঙ্গার হিজলগাড়ি কেরুজ চিনিকলের ব্যাণিজ্যিক খামারের সুপার ভাইজারকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা ঘটনা ঘটেছে। এ ঘটনায় দর্শনা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে সুপার ভাইজার বকুল আহম্মেদ ফার্মের লেবার কর্তৃক লাঞ্ছিত হয়। জানাগেছে, বুধবার সকাল সোয়া ৭ টার দিকে ফার্মের লেবার চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ি ফার্ম পাড়ার ইনছান আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৮), একই পাড়ার মৃত আক্কেল মন্ডলের ছেলে শামীম হোসেন (৩৬), মৃত আব্দুর রহিম উদ্দিনের ছেলে হালিম উদ্দিন (৫২) ও মৃত আব্দুল আজিজের ছেলে ইমা (৪৫) তারা সকলে হিজলগাড়ি ফার্মে হাজির হয়।
এসময় তাদের ফার্মের খাতায় কাজের হাজিরা না দেওয়াকে কেন্দ্র করে সেখানকার সুপারভাইজার বকুল আহম্মেদের সঙ্গে বাকবিতন্ডার সৃস্টি হয়। এরই একপর্যায় ফার্মের সুপার ভাইজার বকুল হোসেনকে মারধর করা সহ শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। এঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে দর্শনা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
হিজলগাড়ি ব্যাণিজ্যিক খামারের ইনচার্জ আরিফুজ্জামান জানান, তারা সকলে ফার্মের দিন হাজিরার শ্রমিক। কাজ না থাকলে তাদের কাজ দেবো কোথা থেকে। তবে ফার্মের সুপার ভাইজারকে মারধর করেছে তারা সকলে অলস, কাজ তেমন করেনা। তারা মারধর না করে আমাকে বললে সমাধান দিতাম।