‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: চুয়াডাঙ্গায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াহ্ ইয়া খান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ কেএম মিজানুর রহমান। সভায় দক্ষ জনশক্তি হয়ে বিদেশে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি