চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর এবং খেজুরতলা গ্রামের আলাদা দুটি দূর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এসব দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রাণ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি দামুড়হুদার দর্শনা আজমপুর এলাকার আব্দুর রশিদের ছেলে ফরিদ হোসেন (৪২) এবং খেজুরতলা গ্রামের প্রবাসী ফারুক হোসেনের শিশুপুত্র শিলন আলী (৬)।
চুয়াডাঙ্গার বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসলাম পারভেজ জানান, দর্শনা ইসলাম বাজারের জেএম এন্টারপ্রাইজের পণ্যবাহী একটি আলমসাধু (ভটভটি) বেগমপুর ফাঁড়ির সামনে উল্টে যায়। এতে থাকা প্রাণ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ফরিদ হোসেন ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে, স্থানীয়া জানায়, খেজুরতলা গ্রামে রান্না ঘরের দেয়াল ধ্বসে শিশু শিলন আলী নিহত হন।