চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে প্রথম আলো ও শিখো এর পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা সদরের ঘোড়ামারা এলাকায় অবস্থিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রাঙ্গণে শুরু হয় সংবর্ধনা ও আনন্দ আড্ডা উৎসব।
এ অনুষ্ঠানে অংশ নিতে চুয়াডাঙ্গা জেলার ১ হাজার ১০৯ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নিবন্ধন করে। সকাল আটটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সকাল সাড়ে সাতটার মধ্যে কৃতী শিক্ষার্থীদের অনেকেই পৌঁছে যায় অনুষ্ঠানস্থলে। অনেক শিক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকও এসেছেন। সেখানে শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে তারা।
কৃতী শিক্ষার্থীদের পক্ষে স্বাগত বক্তব্যে মো. কামরুল ইসলাম বলেন, এমন সুন্দর আয়োজন করার জন্য প্রথম আলো ও শিখো প্রতি অশেষ কৃতজ্ঞতা। আগামী দিনগুলোতেও প্রথম আলোকে এভাবে পাশে চাই।
অনুষ্ঠানস্থলে এসে শিক্ষার্থীরা নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সনদ, ক্রেস্ট ও স্ন্যাক্স বক্স সংগ্রহ করে। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় অতিথি, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকেরা দাঁড়িয়ে এতে গলা মেলান।
চুয়াডাঙ্গা বন্ধুসভার সদস্য নুসরাত জাহান করবীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মঞ্চে বক্তৃতা করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য মোফাজ্জেল হোসেন, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মো. হাসানুজ্জামান হাসান, প্রথম আলোর উপ-সম্পাদক লাজ্জাত এনাব মহছি প্রমুখ।
বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ভেন্যু হিসেবে প্রথম আলো কর্তৃপক্ষ আমাদের বেছে নেওয়ায় বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই, আগামী দিনগুলোতে প্রথম আলোর ভালো কাজের সহযোগী হতে।
শিক্ষার্থীদের এ সাফল্য উদযাপন করতে সাংস্কৃতিক পর্বে ছিল শান্ত আহম্মেদ, নুসরাত জানান, আরাফাত ফাগুন ও বলাকা ঘোষের নানা পরিবেশনা। বক্তৃতার ফাঁকে ফাঁকে চলে কৃতী শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে নাচ, গান ও কবিতা আবৃত্তি।
প্রথম আলো ও শিখো ব্যবস্থাপনায় দেশের প্রতিটি জেলায় এসএসসি ও সমমান ২০২২ সালের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে।