চুয়াডাঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও দোয়ার মাহফিল।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর মতো ক্ষণজন্মা মানুষটির জন্ম না হলে বিশ্বের বাঙালিরা একটি নিজস্ব স্বাধীন দেশের স্বাদ থেকে বঞ্চিত হতো।
আজ আমরা সেই মহান মানুষটির স্বপ্নকে আঁকড়ে ধরে দেশসেবায় ব্রতী হয়েছি। আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর প্রেরণায় সোনার বাংলা গড়ার জন্য আমরা দেশসেবায় এগিয়ে চলেছি।
এটাই হবে আমাদের আজকের দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার। এ সময় তিনি আরো বলেন মুজিবনগর দিবস বাঙালি এবং স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ দিন।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, বীরপ্রতীক সুবেদার মেজর অবঃ খন্দকার সাইদুর রহমান, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া সহ চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।