চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মহসিন আলীর সাথে ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের আওতাধীন যুবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা দুইটার সময় ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইয়ুথ লিডারশীপ ও যুব নেতৃত্ব এবং সামাজিক ব্যবসা উদ্যোক্তা তৈরিকৃত প্রজেক্টের আওতাধীন লিড বাংলাদেশ প্রকল্পের যুবক-যুবতী, ওয়েভ ফাউন্ডেশনের যুব নেতৃত্ব বিকাশিত করার সংগঠন ইয়ুথ অ্যাসেম্বলির যুবক-যুবতী এবং ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্টের যুব প্রধানগণ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এ সময় ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মহসিন আলী যুবদের উদ্দেশ্য বলেন, যুব সমাজ একটা দেশের প্রধান চালিকাশক্তি । ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আর এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, ওয়েভ ফাউন্ডেশন বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ- নির্বাহী পরিচালক নাফিসা আলী,উপ-পরিচালক জহির রায়হান, সহকারী পরিচালক কিতাব আলী,সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সিনিয়র সমন্বয়কারী আব্দুস সালাম, এ্যাডভাইজার আব্দুস শুকুর, লিড বাংলাদেশ প্রকল্পের কো-অর্ডিনেটর শরিফুল আলম লিটন,ইয়ুথ লিডার মাহাবুব, প্লাবনি, সংগ্রাম ও সাকিব সহ ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ।