করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক নারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। রবিবার রাতে ওই নারীকে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। জ¦র, সর্দি ও কাশির আলামত থাকায় চিকিৎসকরা তাকে আইসোলেশন ইউনিটে রাখে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, সদর উপজেলার আলোকদিয়া গ্রামের অসুস্থ এক নারীকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে পরিবারের লোকজন। তার জ¦র, সর্দি ও কাশি আছে। শ^াসকষ্টও রয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারী করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে নেয়া হয়।
সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, ওই নারীকে আইসোলেশনেই রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ওই নারীর রক্ত সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হবে। সেখানে পরীক্ষার পরই জানা যাবে তিনি করোনা আক্রান্ত কি-না।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় ইতালী ফেরত এক যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির কথা জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। বর্তমানে তিনিও হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।