কেরু ব্যান্ডের ১০ বোতল বিলাতি মদ ও ১টি লাল রংয়ের টিভিএস মোটরসাইকেল সহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়নন্ত্রন অধিদপ্তর।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদক বিরোধী আভিযান পরিিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কেটেরমাঠ কালুপোল-সরোজগঞ্জ সড়কে।
এসময় কেটেরমাঠ কালুপোল সড়কের সরোজগঞ্জ যুবরাজ ফাস্টফুড নামক দোকানের পূর্ব পাকা রাস্তার উপর মোটরসাইকেলের সাইডে বাঁধানো একটি প্লাস্টিক ব্যাগের ভেতর হতে কেরু ব্যান্ডের ১০ বোতল বিলাতি মদ ও ১ টি লাল রংয়ের ঝিনাইদহ -হ -১৫-৯৬-৪৫ নম্বরের টিভিএস ১০০ সিসি মোটরসাইকেল সহ গাফফার (২৪) নামের একজনকে আটক করে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজনের উপস্থিতি টেরপেয়ে আটক আসামীর এক সহযোগী পালিয়ে যায়।
আটককৃত ব্যাক্তি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর ইউনিয়নের শিবনগর মাঝেরপাড়া বাসিন্দা ও মশিয়ার রহমানের ছেলে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান মামলার বাদী হয়ে উক্ত গ্রেফতার ও পালাতক আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।