চুয়াডাঙ্গায় গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। দুইজন ছিলেন চিহ্নিত মাদক ব্যবসায়ি। স্বামী গাঁজা সংগ্রহ করতেন আর স্ত্রী ফেরি করে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয় টার সময় চুয়াডাঙ্গা সদর থানার নুর নগর কলোনি পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার নুরনগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে শহীদুল ইসলাম (৬৫) ও স্ত্রী ফিরোজা বেগম (৫৭)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মূলত গাঁজা ব্যবসা করেন। আর এই কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী। শহীদুল গাঁজা সংগ্রহ করে আনেন আর তা বিক্রি করেন স্ত্রী।
ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুরনগর কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার শহীদুলের বিরুদ্ধে চারটি ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।