চুয়াডাঙ্গায় ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা শিক্ষা অফিস চুয়াডাঙ্গার আয়োজনে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে আজ শনিবার বিকাল সাড়ে চারটার সময় জেলা পর্যায়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ০৩(তিন) দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. জনাব কিসিঞ্জার চাকমা। এ সময় তিনি বলেন, খেলাধুলা শরীর মন সুস্থ রাখে। সেই সাথে মাদক থেকে দূরে থাকতে ক্রীড়া বিশেষ ভাবে ভূমিকা রাখে। পড়ালেখার পাশাপাশি আমাদের যে সকল যুবসমাজ আছে তাদের সকলের খেলাধুলা ও ক্রীড়া চর্চা করতে হবে।এ সময় তিনি অভিভাবকদের বিশেষ দৃষ্টি দিয়ে বলেন, আগামী প্রজন্মকে সঠিক ভাবে গঠন করে তুলতে হলে আপনাদের সন্তানদের সঠিক ভাবে দিকনির্দেশনা দিতে হবে সেইসাথে খেলাধুলা চর্চার উপর জোর দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার ও সম্পাদক জেলা স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মোঃ আতাউর রহমান সহ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী খেলোয়ার, কোচ, কলাকুশলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।