স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ডিসি সাহিত্য মঞ্চ সকাল সাড়ে দশটার সময় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেল প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১- আসনের সাংসদ বীর মুক্তিযুদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)। এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে এক দল বিপথগামী সেনা সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবার ও আত্মীয়-পরিজনসহ নির্মমভাবে হত্যা করে মানব ইতিহাসের জঘন্যতম অপরাধ ঘটিয়েছিল। সেই নির্মম হত্যাকাণ্ডের দিনটিকেই জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই দিবসটি বাঙালী জাতি তাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধুর প্রতি আন্তরিক শ্রদ্ধায় অভিভূত হয়, শোকাভিভূত হৃদয়ে শ্রদ্ধার অশ্রু নিবেদন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শিরীন নাঈম পুনম, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু -কিশোরদের নিয়ে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও কনটেন্ট প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পদমর্যাদার সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্কুল কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ।