চুয়াডাঙ্গায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।সরকারী সেবা প্রাপ্তি সকলের নাগরিক অধিকার। জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২২ উপলক্ষে শনিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরীন বলেন- সরকারী সেবা প্রাপ্তি সকলের নাগরিক অধিকার। তাই সেবা দানের ক্ষেত্রে সকলকে আন্তরিক হতে হবে। জনকল্যানে সরকারী কর্মিরা নানাভাবে সেবা দিয়ে যাচ্ছে। কোনো নাগরিক যাতে কোনো দপ্তরে গিয়ে হয়রানির শিকার না হয় সে জন্য সরকারী কর্মকর্তারা সর্বদা সচেতন রয়েছে। আগামীতে জনসেবায় আরো অবদান রাখতে আমাদেরকে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) আবু তারেক , চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া, এসময় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিভিল সার্ভিসের কর্মকর্তাবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।