দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সকাল সাড়ে নয়টার সময় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে ভূমিকম্প অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) নাজমুল হামিদ রেজা।
এ সময় তিনি বলেন, প্রকৃতি বা মনুষ্য সৃষ্টির কারণে যেকোনো সময় বা যেকোনো মাধ্যমে দ্বারা আমাদের উপর দুর্যোগ হানা দিতে পারে। এই দূর্যোগের যদি পূর্ব প্রস্তুতি বা দুর্যোগ থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে সেটি যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। তাই দূর্যোগ থেকে কিভাবে আমরা রক্ষা পাবো এবং নিজেকে কিভাবে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে হবে তারই প্রস্তুতি স্বরূপ আমাদের এই মহড়া।
আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার এবং রেড ক্রিসেন্টের যৌথ নেতৃত্বে অগ্নিকান্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের মহড়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও ভূমিকম্পনে ক্ষয়ক্ষতি রোধকল্পে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের মহড়া অনুষ্ঠিত হয়।