চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শৃঙ্খলা অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব) উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
বুধবার (৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। ওই প্রজ্ঞাপনে আরও ১২ জেলার জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাস খান মানিকগঞ্জ ঘিওর উপজেলার কৃতী সন্তান।
অপরদিকে, চুয়াডাঙ্গার বর্তমান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপ-মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৯ সালের ২৯ আগস্ট চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা ছাড়াও বুধবার আরও ১২ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- সিলেট, রাজবাড়ী, গাজীপুর, নারায়ণগঞ্জ, নওগাঁ, পিরোজপুর, নোয়াখালী, নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, ঝিনাইদহ এবং চাঁপাইনবাবগঞ্জ