চুয়াডাঙ্গায় নতুন বছরে নতুন বই হাতে পেয়ে আনন্দে ও হাসি মূখ ভরা শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় মুখর স্কুল প্রাঙ্গণ। উদ্দেশ্য, নতুন বই পাওয়া।
খুদে শিক্ষার্থী থেকে শুরু করে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকরাও পাঠ্যপুস্তক উৎসবে শামিল হয়েছেন চুয়াডাঙ্গায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে।
সারা বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় বই উৎসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসা ও হানুরবাড়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় তিনি বলেন, শিক্ষিত জাতি গড়ে তুলতে না পারলে জ্ঞানভিত্তিক জাতি গড়তে পারবো না। আমাদের সন্তানেরা সেটা পারবে। বছরের প্রথম দিন হাতে হাতে বই তুলে দিয়ে আমরা নজির স্থাপন করেছি। আমাদের ছেলে-মেয়েরা যেন পৃথিবীর উপযোগী হয়ে ওঠে। মানসম্মত মানে শুধু এ দেশের জন্য নয়, পৃথিবীর যেকোনো দেশের জন্য উপযোগী হয়ে উঠবে তারা।
এরপরই হাতে হাতে বই দেওয়া শুরু হয় মঞ্চ থেকে। নতুন বই হাতে হাত উঁচিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে গন্ধ শুঁকে মাঠজুড়ে ছুটোছুটি করছিল শিক্ষার্থীরা।
বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু । এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদরাসার অধ্যক্ষ মীর মোঃ জান্নাত আলী, উপাধ্যক্ষ মোঃ খালিদ সাইফুল্লাহ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।