চমৎকার চুয়াডাঙ্গার প্রত্যাশায় সকলকেই আইন মেনে চলার অনুরোধ জানিয়ে অতি সাম্প্রতিক তীব্র দাবদাহ এবং ঈদ উপলক্ষে সংশ্লিষ্ট সকলের জন্য নির্দেশনা দিয়ে খোলা চিঠি প্রদান করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া।
খোলা চিঠিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া বলেন ১. বিশেষ প্রয়োজন না হলে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বাসা থেকে বের না হওয়ার অনুরোধ রইল। ২. হিট স্ট্রোক রোধে প্রচুর পরিমাণ নিরাপদ পানি, ফলের ঠান্ডা রস খাওয়ার জন্য বলা হলো। (বিশেষত রোজাদার,শিশু, বয়স্কদের জন্য)
৩. কমিউনিটি ক্লিনিক গুলোতে খাবার স্যালাইন মজুত রয়েছে। প্রয়োজনবোধে কমিউনিটি ক্লিনিক এর সেবা নেয়া যেতে পারে।
৪. ভুট্টার জমিতে ময়লা / ভুট্টার অবশেষ না পোড়ানোর জন্য কঠোর ভাবে নির্দেশনা দেয়া হলো। ৫. সিগারেটের অবশিষ্টাংশ / কয়েল থেকে যেন আগুন না লাগে সে বিষয়ে সচেতন থাকতে হবে। ৬. মার্কেট/ বাজার গুলোতে নাইট গার্ড এর ব্যবস্থা / সিসিটিভি লাগানোর নির্দেশনা রইল। ফায়ার এক্সটিংগুসার ইন্সটল করতে হবে বাধ্যতামূলকভাবে। ৭. ঈদ উপলক্ষে বর্ধিত বাস/ গাড়ি ভাড়া না নেয়ার কঠোর ভাবে নির্দেশনা দেয়া হলো। ৮. মহাসড়কে আঁকাবাঁকা ভাবে মোটর সাইকেল চালানো সম্পুর্ণ ভাবে নিষেধ করা হলো। ৯.ঈদ উপলক্ষে ডিজে পার্টির নামে শব্দদূষণ করা যাবে না। ১০. ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানানো যাবে। এছাড়াও সদর থানায় অথবা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অভিযোগ দেয়া যাবে।