আমরা সকল কাজই আন্তরিক ভাবে করি এই প্রতিপাদ্য চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
এই দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে নয়টার সময় রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতাল চত্বরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন পর চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১-আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার ছেলুন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এবারের প্রতিপাদ্য আমাদেরকে মনে করিয়ে দেয় বিশ্বব্যাপী এই আন্দোলনের সাথে সম্পৃক্ত স্বেচ্ছাসেবক ও কর্মীদের অবদানের কথা, বিশ্বের বিপদাপন্ন ও অসহায় মানুষের জন্য তাদের ত্যাগ ও ভালোবাসার কথা।
রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা বিশ্বের ১৯২টিরও বেশি দেশে অবিরাম কাজ করে যাচ্ছেন। ভয়াবহ করোনার ভিতরের প্রথম সারির সেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে রেড ক্রিসেন্টের সদস্যরা
বর্ণাঢ্য র্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আয়োজনে কেক কাটা অনুষ্ঠিত হয়।
কেক কাটা শেষে চুয়াডাঙ্গা ১-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার ছেলুন কে আজীবন সম্মাননা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, কার্যকরী সদস্য এ্যাডভোকেট শাহাজান মুকুল, কার্যকরী সদস্য আসাদুজ্জামান কবির,এ্যাডভোকেট সেলিম, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের যুব প্রধান শাহীন হোসেন প্রমুখ।