নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদের মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এ সময় এমপি ছেলুন বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ করতে সকল নারীদের সুসংগঠিত হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলিসহ নারী সংগঠনের নের্তৃবৃন্দ।