চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ ফার্মেসী মালিক শেখ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চুয়াডাঙ্গা শহরে রেলবাজারে তার ফার্মেসীতে অভিযান চালিয়ে ৩শ’ ৫৭ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত শেখ আনোয়ার হোসেন (৪৮) চুয়াডাঙ্গা বড় মসজিদ পাড়ার মৃত আলতাফ হোসেন শেখের ছেলে। গ্রেফতারকৃতকে ভ্রাম্যমাণ আদালতে ১৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রোববার সন্ধা সাড়ে ৬টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স রেলবাজারে ওষুধ ফার্মেসী হোসেন মেডিকোয় অভিযান চালায়। এসময় ফার্মেসী মালিক শেখ আনোয়ার হোসেন পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে আনোয়ার হোসেনের শিকারোক্তিতে তার ফার্মেসীতে অভিযান চালিয়ে ৩শ ৫৭ পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আনোয়ার হোসেনকে ১৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারি শেখ আনোয়ার হোসেন তার ফার্মেসী হোসেন মেডিকোয় ওষুধের পাশাপাশি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে। সেখানে অভিযান চালিয়ে ৩শ’ ৫৭ পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানাসহ তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।