চুয়াডাঙ্গার আড়িয়া গ্রামে পরস্ত্রীকে মোবাইল ফোনে উত্যাক্ত করে গ্যাড়াকলে পড়েছে প্রভাবশালী মাতামোল্লা ওরফে আবুল হাশেম । গ্রামে সালিস বৈঠক বসলেও প্রভাবশালী মাতামোল্লার বিচার করতে কেউ সাহস পায়নি।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামের আনেছদ্দিনের ছেলে প্রাভাবশালী মাতামোল্লা প্রায় সময় মোবাইল ফোনে উত্যাক্ত করে আসছিলো একই গ্রামের ছালামের স্ত্রীকে। বিষয়টি ছালামকে তার স্ত্রী অবহিত করে।
ছালাম মৌখিক ভাবে মাতামোল্লাকে নিষেধ করলেও প্রমান সে প্রমান দেখতে চাই। সে প্রভাবশালী হওয়ায় হতদরিদ্র ছালাম প্রমানছাড়া কিছু বলতে সাহস পাচ্ছিলো না। একপর্যায় মাতামোল্লার কথোপোকথন মোবাইলে রেকোর্ড হলে প্রমান এসে যায় ছালামসহ গ্রামবাসির হাতে।
এনিয়ে রোববার রাতে প্রথম দফায় গ্রামে সালিস বৈঠক বসলেও তা ভেস্তে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় দফায় সালিস বৈঠক বসার প্রক্রিয়া চলছিলো বলে গ্রামসূত্রে জানাগেছে। এব্যাপারে মাতামোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।