চুয়াডাঙ্গায় প্রতারণা করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্য আলমডাঙ্গার আলিফউদ্দিন মোড় থেকে পাকড়াও করেছে এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। আটক রানা আহমেদ (৩৭) নারায়ণগঞ্জ জেলার রুপপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
জানা গেছে,আলমডাঙ্গার বটিয়াপাড়ার কামেনি খাতুন জানান,গত ১ মাস পূর্বে তার মেয়ের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে রানা আহমেদের সাথে পরিচয় হয়। ভুক্তভোগী ওই নারীর মেয়ের চিকিৎসার জন্য মদিনা ক্লিনিকে যাবার পরামর্শ দেয়। এসময় চক্রের অজ্ঞাত আরেক সদস্য পিছন থেকে চেতনা নাশক ঔষধ স্প্রে করে। তার ব্যাগে থাকা নগদ ১০ হাজার টাকা, স্বর্ণের একজোড়া দুল ও চেইনসহ লকেট নিয়ে নিয়ে চম্পট দেয়।
টাকা গহনা খুইয়ে ওই নারী বিপর্যস্ত হয়ে পড়েন। এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার কামেনি খাতুন সহ কয়েকজন তাদের কাজে আলমডাঙ্গা আসছিলেন। পথিমধ্যে পৌর এলাকার আলিফ উদ্দিন মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখে চক্রের দুই সদস্যকে চিনে ফেলেন কামেনি খাতুন। তিনি চিৎকার করলে দুইজন দুই দিকে দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা রানা আহমেদকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তার স্বীকারোক্তিতে কুষ্টিয়া থেকে চক্রের আরও দুই সদস্যকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।