চুয়াডাঙ্গায় সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, পদ্মা জোনাল পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল দশটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ হলরুমে অনুষ্ঠিত হয় সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।
বাঁধন, পদ্মা জোনাল পরিষদের কার্যকরী কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের জোনাল প্রতিনিধি ও উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ সজিবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ, কে, এম সাইফুর রশিদ।
এ সময় তিনি বলেন, মানবতার আরেক নাম বাঁধন। বর্তমান সময়ে মহামারিতে মানুষ যখন নিজের জীবন নিয়ে হিমসিম সেখানে বাঁধনের কর্মীরা এগিয়ে যাচ্ছে দূর্বার। কখনো মানুষকে রক্ত দিয়ে কখনো রক্ত সংগ্রহ করে কখনো গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী নিয়ে হাজির হচ্ছে মানুষের জন্য।
একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন এই স্লোগান কে সামনে রেখে ১৯৯৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বাঁধন কেন্দ্রীয় কমিটি, জোন, ইউনিট, স্বতন্ত্র ইউনিট, পরিবার ধাপে ধাপে সাজিয়ে উঠেছে সমগ্রিক সংগঠনটি। এই বছরের বাঁধন পদ্মা জোনাল পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতি সবুর আহমেদ ও সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।
বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মুশফিকুর রহিম ও তানিয়া আফরিন নিশির প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, বাঁধন কেন্দ্রীয় পরিষদের কোষাধ্যক্ষ সুশান্ত রায়, বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আলাউদ্দিন মোল্লা ও সজল আহমেদ, বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক উপদেষ্টা মোঃ মতিউর রহমান, জাহিদুল হাসান, হাফিজুর রহমান, মাসুদ পারভেজ, প্রথম আলো চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ্ আলম সনি, বাঁধন সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম হোসেন, আল মামুন সহ বাঁধন সংগঠনের সদস্যবৃন্দ।