চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এই প্রতিপাদ্যকে কে সামনে রেখে চুয়াডাঙ্গায় উৎযাপিত হলো বিশ্ব ডিম দিবস। শুক্রবার সকালে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার এ, এইচ,এম শামিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার।
এ সময় তিনি বলেন, পরিবারের সদস্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ থাকার জন্য প্রতিদিন এক থেকে দুটি ডিম আমাদের খেতে হবে। ডিম শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে পুষ্টি চাহিদা মিটিয়ে থাকে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া সহ চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা প্রাণিসম্পদের কর্মকর্তা বৃন্দ।