‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই প্রতিপাদ্য চুয়াডাঙ্গায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে চুয়াডাঙ্গা কোর্ট মোড় ঘুরে আবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ নাজমুল হামিদ রেজা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এ সময় তিনি বলেন, প্লাস্টিক আমাদের জীবনের ব্যবহৃত জিনিসের মধ্যে সবথেকে মারাত্মক ক্ষতিকর একটি বস্তু । যেটি ব্যবহারের শরীরে মারাত্মক রোগের সৃষ্টি হচ্ছে এমনকি প্লাস্টিক ব্যবহারের কারণে ক্যান্সার পর্যন্ত হচ্ছে। প্লাস্টিক ব্যবহারে শুধুমাত্র যে আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে সেটা নয় ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশের উপর। আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ মাটিকে দূষণ করছে প্লাস্টিক। এতে ব্যাপকভাবে ক্ষতি সাধিত হচ্ছে প্রকৃতির উপর। এসময় তিনি আরো বলেন , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে প্লাস্টিকের দ্রব্য ব্যবহার ব্যতীত পঁচনশীল পাট দ্রব্য ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করছেন। তিনি সকলকে আহ্বান করে বলেন প্লাস্টিক পণ্য দ্রব্য যত্রতত্র না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলতে বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি)কবীর হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, দৈনিক প্রথম আলো চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ্ আলম সনি সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ।