বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দুর সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শুক্রবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীতে চুয়াডাঙ্গা পূজা কমিটির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।
ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে এ উৎসবের সূচনা হয়। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হলো। দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছেন। গিয়েছেন পালকি চড়ে।
চুয়াডাঙ্গা বড় বাজার সংলগ্ন বড় মন্দিরের প্রধান পুরোহিত সাংবাদিকদের বলেন, মহিষাসুর বধ করার মধ্য দিয়ে শুক্রবার বিজয়ী হয়েছেন দুর্গা মা। সে কারণেই আমাদের আনন্দের দিন, আমরা উৎসব করি। জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষ সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন পিপিএম (বার) বলেন,প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীর তীরে আসার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতিতে মেতে ওঠেন। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে বিসর্জন দেওয়া হয়।