চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রী হিসাবে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। একই সাথে এই ট্রেনের সকল যত্রীকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের শুভেচ্ছা জানায় নিরাপদ সড়ক চাই- ‘নিসচা’ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ।
‘নিসচা’ চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাওয়ার জন্য ইতিপূর্বে মাত্র দুটি ট্রেন ছিলো। চাহিদার তুলনায় আসন সংকটের কারনে অনেক যাত্রীই এ ট্রেনে যাত্রা করতে পারতেন না। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-বেনাপোল রুটে নতুন ট্রেন সংযোজন করেন।
এরপর জেলাবাসীর পক্ষে ‘নিসচা’ বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চুয়াডাঙ্গায় যাত্রা বিরতি চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। জেলাবাসীর এ আবেদনের প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা ও দর্শনায় যাত্রাবিরতির সিদ্ধান্ত নেন। এতে জেলাবাসী আনন্দিত হয়। এজন্য এ ট্রেনের চুয়াডাঙ্গায় প্রথম যাত্রাবিরতির দিনে এর যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘নিসচা’ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, সহ-সভাপতি মাবুদ সরকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হানিফ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপদেষ্টা শাহ আলম সনি, দূর্ঘটনা ও গবেষণা বিষয়ক সম্পাদক জামান আখতার, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ সুলতানা, যুব বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, নির্বাহী সদস্য আবু বক্কর সিদ্দিক, বিপুল কুমার, জুলিয়াস আহম্মেদ মিন্টু ও সাইফ উদ্দিন।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি