চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বেশি দামে চিনি বিক্রি, মেয়াদোত্তীর্ণ মালামাল মজুদ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরোজগঞ্জ বাজারের মেসার্স আসাদুল স্টোর নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরোজগঞ্জ বাজারের বেশ কিছু প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মেসার্স আশাদুল স্টোরে ২৩ দিন আগের ৭৮ টাকা কেজি দরে কেনা চিনি ১০০ টাকা দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে বিক্রির উদ্দেশ্য সংরক্ষিত প্রচুর মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। নিত্যদিনের মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।