চুয়াডাঙ্গায় ভেজাল টিএসপি সার মজুদ ও বিক্রয়ের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
রবিবার বেলা সাড়ে বারোটার সময় সরোজগঞ্জ বাজারে চুয়াডাঙ্গা কর্তৃক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভেজাল সারের মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স নয়ন ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের মালিক নয়ন আহম্মেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ ও সাংবাদিকদের সামনে বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাশরুর , কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক আলী সহ স্হানীয় ব্যক্তিবর্গ। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।