চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।
গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টার সময় চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, সরকারের সকল নির্দেশনা মেনে চলতে হবে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবেনা এবং সকলকে মাস্ক পরিধান করতে হবে।
মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪ (১)ধারায় ৪টি মামলায় ৪ জন কে ১,৯০০/- অর্থদন্ড প্রদান করেন। বাস কাউন্টারগুলো যাতে বেশি ভাড়া আদায় না করে তার জন্য সতর্ক করে দেন এবং জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন।
ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতায় করেন মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও অফিস সহায়ক মোঃ আরমান আলী এবং গোকুলখালী ফাঁড়ি পুলিশের চৌকস দল। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন।