চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা।মঙ্গলবার সাড়ে বারোটার সময় চুয়াডাঙ্গা রেল বাজারে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
এ সময় অনুমোদনহীন ও নিম্নমানের চিপস উৎপাদন ও বাজারজাত সেই সাথে বিএসটিআইয়ের অনুমোদন কিন্তু প্যাকেটে বিএসটিআইয়ের লোগো, প্যাকেটে দেয়া নিউট্রিশন ফ্যাক্টস ভ্যালুর নেই কোন প্রামাণিক দলিল। বাজার থেকে কিনে এনে হুবহু প্রাণ জিরোস প্যাকেট নকল করে তৈরি ও বাজারজাত করা হচ্ছে নিম্নমানের চিপস। উক্ত অপরাধে চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলগেটে অবস্থিত মেসার্স অনন্যা ফুডসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ ধারায় ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসক চুয়াডাঙ্গা এর সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইন ও সদর থানা পুলিশের একটি টিম। এসময় প্রাণ কোম্পানির খুলনা বিভাগীয় ও জেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।