চুয়াডাঙ্গায় মাসব্যাপি বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের, পরিচালক মোবারক উল্লাহ ডাবলু, আলহাজ্জ্ব জয়নাল আবেদীন, দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু, চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফুল কবীর, ট্রাফিক ইন্সেপেক্টর আহসান হাবিবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ঢাকার মিরপুরের গণচেতনার আয়োজনে অনুষ্ঠিত বস্ত্র ও হস্ত শিল্পমেলার পরিচালক মোবারকউল্লাহ ডাবলু বলেন, চুয়াডাঙ্গায় ৪র্থ বারের মত এ মেলার আয়োজন করা করা হচ্ছে।
মেলায় পোশাক, গৃহস্থালী, সাজসজ্জা, খাবারসহ বিভিন্ন স্টলসহ দর্শকদের বাড়তি বিনোদনের জন্য থাকছে মিনি ট্রেন, টাইটানিক নৌকা, নাগরদোলা, ম্যাজিক চেয়ার।
মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে। মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
মেপ্র/ আরপি