মানবতাই শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
রোববার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিট কার্যালয়ে আলোচনা সভা স্থলে মিলিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারী শহিদুল ইসলাম সাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন।
এ সময় প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তার জন্মলগ্ন থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানবতার সেবার মন মানষিকতা নিয়ে হেনরি ডুনান্ট রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন।
আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী দুর্যোগ কবলিত অসহায়, দুস্থ্য এবং ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি অন্যতম সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, এ্যাড. রফিকুল ইসলাম,এ্যাড. মুকুল, এ্যাড. শফিকুল ইসলাম শফি,হাবিবউল্লাহ জোঃ,আসাদুজ্জামান কবির সহ চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের জেলা সাবেক যুব প্রধান সিনিয়র আরসিওয়াই উবাইদুল ইসলাম তুহিন, বর্তমান জেলা যুব প্রধান জাহাঙ্গীর আলম ও উপজেলা যুব প্রধান শাহীন, বিপ্লব, আবু বক্কর সহ বিভিন্ন ইউনিট থেকে আগত যুব প্রধানবৃন্দ।