চুয়াডাঙ্গা শহরের শতাব্দীর ঐতিহ্যবাহী রেল বাজার বাঁচাতে চুয়াডাঙ্গা রেল বাজার ব্যবসায়িক সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় রেল বাজার কৃষি ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা শহরের রেল গেটে ওভারপাস নির্মাণে রেলবাজারের এক পাশের দোকানপাট ম্যাপের মধ্যে পড়াই রেল বাজার ব্যবসায়ী সমিতি ‘উন্নয়নে বাধা নয়, পুনবার্সন চাই’ স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় ব্যবসায়ীরা বলেন, বর্তমান দেশের আর্থসামাজিক উন্নয়নে আমরা ব্যবসায়ী যারা আছি কোন প্রকার বাধা সৃষ্টি করতে চায় না কিন্তু চুয়াডাঙ্গা রেল বাজারের ফ্লাইওভারের কারণে কিছু দোকান অপসারণ হবে। কিছু ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হবে যা কখনোই কাম্য নয়। শতবর্ষের পুরাতন বাজার রেল বাজার ভেঙ্গে কোন প্রকার উন্নয়ন আমরা চাই না। ঐতিহ্যবাহী রেল বাজার যদি ভেঙ্গে ফেলা হয় তাহলে ভেঙ্গে ফেলার আগে আমাদেরকে সঠিক পূর্ণবাসন ও ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম জোয়ার্দ্দার শাহিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি জগলু মিয়া, পরিবেশক সমিতির দপ্তর সম্পাদক অপু বিশ্বাস, জেলা দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক ফারুক হোসেন, জেলা দোকান মালিক সমিতির সদস্য মনিরুজ্জামান মুকুল, রেল বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক লিমন মল্লিক, রেল বাজার দোকান মালিক সমিতির ব্যবসায়ীক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শুভ বিশ্বাস, আশরাফ,অর্পণ, রনি,মালেক সহ ব্যবসায়ীকবৃন্দ।
মানববন্ধনে সঞ্চালনা করেন রেল বাজার দোকান মালিক সমিতির সদস্য আরিফ শরিফ। ব্যবসায়ীরা দাবি করেন, রেল বাজারের একপাশে ডিস্ট্রিক বোর্ডের জায়গা আছে, সেখানে পুনবার্সন করার।