চুয়াডাঙ্গায় লিড বাংলাদেশ প্রকল্পের যুবদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৪টার সময় চুয়াডাঙ্গা দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার প্রকল্পের আওতাধীন যুব মহিলা সদস্য রত্না খাতুন কে এই অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত।
এ সময় তিনি বলেন, ওয়েভ ফাউন্ডেশন এর আওতাধীন লিড বাংলাদেশ প্রকল্প কাজ করছেন যুবকদের নিয়ে। যুব নের্তৃত্বের বিকাশে প্রকল্পটি খুবই সময়োপযোগী। এসময় তিনি আরও বলেন,চুয়াডাঙ্গায় আমরা যুবদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেই সাথে নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছি।
অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুস শুকুর,নারী ইউপি সদস্য জাহানারা বেগম, প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম লিটন, প্রকল্প অফিসার মাসুদুর রহমান সহ ৩৫ জন নারী উদ্যোক্তা।