চুয়াডাঙ্গায় শিক্ষা জাতীয়করণের লক্ষে মানববন্ধন, স্মারকলিপি পেশ ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।
স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখা মানববন্ধন, স্মারকলিপি ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষা জাতীয়করণের লক্ষে।
মঙ্গলবার দুপর সাড়ে বারোটার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার হাসান চত্বরে এ কর্মসূচি পালন করে শিক্ষকরা।
স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখা শিক্ষা জাতীয়করণের লক্ষে এ কর্মসূচি পালন করে। চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তা মোড়ে মানববন্ধ কর্মসূচি পালন করে।
পরে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্য্যলয়ে গিয়ে শেষ। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
মানববন্ধন, স্মারকলিপি ও বিক্ষোভ মিছিল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, একাডেমী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ কুমার,এমএবারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিনসহ জেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।