চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে নয়টার সময় সার্বজনীন দূর্গা মন্দির বড়বাজার হতে শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, চুয়াডাঙ্গা বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ মার্টিন হীরক চৌধুরী, ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
এছাড়াও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), অফিসার ইনচার্জ (দর্শনা থানা), অফিসার ইনচার্জ (আলমডাঙ্গা থানা) নিজ নিজ অধিক্ষেত্রে অফিসার ও ফোর্সের সমন্বয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেন।