চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারীচালিত পাখিভ্যানের যাত্রী ইউসুফ হোসেন (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
এসময় তাঁর স্ত্রী মঞ্জুরা বেগম (৬৩) ও শালিকা ফাহিমা খাতুন (৪০) আহত হন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ দামুড়হুদার বাঘাডাঙ্গা গ্রামের মৃত রবগুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে পাখিভ্যানে করে বাঘাডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন ইউসুফ হোসেন, তাঁর স্ত্রী ও শ্যালিকা। পথে হিজলগাড়ি পৌঁছালে একটি মাইক্রোবাস (বগুড়া- চ- ১১-০০১৭) পেছন থেকে পাখিভ্যানটিকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে আহত হন।
আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন কৃষক ইউসুফ হোসেনকে মৃত ঘোষণা করেন।