চুয়াডাঙ্গা শহরের সরকারি ছাগল খামারের কাছে সড়ক দূর্ঘটনায় এক আলমসাধু (ভটভটি) চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলমসাধু চালক হাবিব হোসেন (৪০) জীবননগর উপজেলার উথলী গ্রামের জমির উদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার এস আই মো. আব্দুস সায়েম জানান, দূর্ঘটনায় নিহত হাবিব হোসেন ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন আলমসাধুর চালক। সে তার নিজের আলমসাধুতে করে ফার্নিচার তৈরির কাঠ নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। শহর অতিক্রম করে আলমসাধুটি ছাগল খামারের কাছে পৌছুলে কাঠভর্তি আলমসাধুর একটি চাকা ভেঙে উল্টে যায়।
আলমসাধু চালক হাবিব হোসেন আলমসাধুতে থাকা কাঠের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন-মেহেরপুরকে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী