ইসলামী শরিয়াহ্ মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায় উন্নয়ন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে জীবন বীমা করে হৃদরোগে মৃত্যুবরণকারী এনামুল হক(৪৭) এর পরিবার পেলো ছয় লক্ষ টাকার চেক।
চুয়াডাঙ্গা শাহিদ প্যালেসে সকাল সাড়ে দশটার সময় বীমা কারী প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায় উন্নয়ন মিটিংয়ের শুভ উদ্বোধন করা হয় এবং জীবন বীমা করে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এনামুল হকের পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে চেক হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সোনালী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ইনচার্জ মকবুল হোসেনের সভাপতিত্বে এবং চুয়াডাঙ্গা সেলস অফিসের তত্বাবধানে ব্যবসায় উন্নয়ন মিটিংয়ে ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সোনালী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড সব সময় কাজ করে মানুষের জন্য এবং দেশের সকল নাগরিকদের জীবনমান উন্নয়ন করার জন্য। সোনালী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড সবসময় মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
জীবন বীমা করে হৃদরোগে আক্রান্ত হয়ে এনামুল হক(৪৭) মৃত্যুবরণ করেন। তিনি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মাদ্রাসা পাড়ার বাসিন্দা। গতমাসের ১৮ তারিখ তিনি গ্যাষ্টিক ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সোনালী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডে ১০ বছরের জীবন বীমা করে একটা কিস্তি ৬৯০৭ টাকা পরিশোধ করে তিনি মৃত্যবরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী বিক্রয় ব্যবস্থাপক অনূপম দাস।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ৬টি জেলার ব্রাঞ্চ ম্যানেজারগণ, ইউনিট ম্যানেজারগণ ও ফিন্যাসিয়াল এ্যাসোসিয়েটগণ।
অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনার দায়িত্ব ছিলেন মোহাম্মদ সাকিব এবং অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম, হোসেন আলী,গোলাম জাকারিয়া, শফিকুল ইসলাম, রিপন আলী,আবুল কাশেম,মিজানুর রহমান, রাসেল হাসান নয়ন।