ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চুয়াডাঙ্গায় বুধবার রাত থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবারও এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে পূর্বাবাস অনুযায়ী আগামী শনিবার আবহাওয়া ভালো থাকতে পারে। আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় ৭ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ১৫.৬ মিলিমিটার বৃষ্টিরপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে এ ধরনের আবহাওয়া বিরাজ করছে।
তিনি আরো জানান, শনিবার (৯ ডিসেম্বর) অবশ্য বৃষ্টি কমে আসবে। বৃষ্টির কারণে খানিকটা শীত অনুভূত হতে পারে। বৃষ্টি চলে যাওয়ার পর দুদিন বাতাসে অনেকটা আর্দ্রতা থাকবে। তাই তাপমাত্রা তেমন কমবে না। তবে দুদিনের মধ্যে আর্দ্রতা হ্রাস পেলে সোমবার থেকে শীত কিছুটা বাড়তে পারে।