চুয়াডাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে ঢেউ টিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের অর্থায়নে, জেলা পরিষদ চত্বরে নারী-পুরুষের মাঝে টিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, সহকারী প্রকৌশলী আছিয়া খানম, উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, আ্যাড: মুন্সি সিরাজ, সংরক্ষিত মহিল সদস্য নুরুন্নাহার, হাসিনা খাতুন, কাজল রেখা, তানিয়া বেগম সহ চেয়ারম্যান এর ব্যক্তিগত পি এস হৃদয় হাসান প্রমুখ।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু বলেন, জেলা পরিষদ হচ্ছে সকল শ্রেণির প্রতিষ্ঠান। জনসাধারণের উন্নয়নমূলক কাজ করাই আমাদের দায়িত্ব। এরইমধ্যে জেলা পরিষদ থেকে শিক্ষা বৃত্তিসহ পিছিয়ে পড়া জনগণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গরীব ও দুস্থ নারী-পুরুষের মাঝে জেলা পরিষদের পক্ষ।
এ সময় অসহায়, দরিদ্রদের ১২ জনের মাঝে ঢেউটিন ও ১৮ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করে।