চুয়াডাঙ্গায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে চুয়াডাঙ্গা উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গা উপজেলা চত্বরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান ও চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন এর উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা পৌরসভার ২০৭ জন কর্মহীন বিভিন্ন পেশার চায়ের দোকানদার, ইজিবাইক চালক, মুচি, ঝুপরি দোকানদারদের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করা হয়। প্রতি প্যাকেট খাবারের মধ্যে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাউল, ১ কেজি চিনি, সাথে মাস্ক দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকারের নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা পৌরসভার ভিতর কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ ও গরিব দের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
তিনি আরো বলেন এই ত্রান বিতরন অব্যাহত থাকবে। লকডাউন এ ক্ষতিগ্রস্থ সবাই এ সহায়তার আওতায় আসবে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হবার আহ্বান জানান।