চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে হাবিবুর রহমান নামের এক মাদক ব্যাবসায়ীর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান (৫৬) চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট দক্ষিণপাড়ার মৃত আতিয়ার রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়েছে ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাবিবুর রহমানকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী ছিলেন আব্দুল লতিফ।