চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার গহেরপুর গ্রামে মেয়েকে বিয়ে না দেওয়ায় মেয়ে, মা ও বাবা কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম গঙের বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ের মা বাদি হয়ে তিন জনকে আসামী করে দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের মাঝের পাড়ার ছানোয়ার হোসেন ও বেবী সুলতানার পালিত মেয়ে সাদিয়া আক্তার মিষ্টিকে বিয়ের প্রস্তাব দেয় একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম। বিয়েতে অসন্মতি জানায় মিষ্টির মা বাবা। এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম (৩০), বড়ভাই বকুল হোসেন (৩৫) ও দাদা আমির হোসেন (৫৫) ক্ষিপ্ত হয়ে গত সোমবার সকাল ১০টার দিকে সাদিয়া, মা বেবী সুলতানা ও পিতা ছানোয়ার হোসেনকে পিটিয়ে জখম করে এবং ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
আহতদের উর্দ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। বর্তমানে আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মিষ্টির মা বেবী সুলতানা বাদি হয়ে দর্শনা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।