চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার বাফার মাঠে গতকাল শনিবার দুপুর সাড়ে তিনটার সময় মরহুম আঙ্গির মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বর আবুল কালাম আজাদের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
এ সময় তিনি বলেন, আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের পাশাপাশি স্মার্ট খেলোয়াড় দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ছাত্র ছাত্রীদের খেলার জন্য আলাদা কিছু ভাবছে। তাই বেশি বেশি খেলার অনুশীলনী করতে হবে। যারা খেলাধুলা করেন, তাঁদের মন ভালো থাকে, তাঁরা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।
মরহুম আঙ্গির মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলায় সুবদিয়া স্পোর্টিং ক্লাব হানুড়বাড়াদি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন । খেলার ফলাফল হানুড়বাড়াদি স্পোর্টিং ক্লাব ০ সুবদিয়া স্পোর্টিং ক্লাব ১
এ সময় বিশেষ অতিথি হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের আইসি হারুন আর রশিদ, ডিঙ্গেদাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ি জাকির হোসেন জোয়ার্দ্দার বাবু, চুয়াডাঙ্গা সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম তুহিন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল মুন্সী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাহফুজ, পদ্মবিলা ইউনিয়ন যুব লীগের সভাপতি বনফুল, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন মেম্বর, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রিংকু ইসলাম, আমজেদ, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগ নেতা মোমিন, শামিম, সাইফুদ্দীন, রাজু, আলিফ, রাশেদ, মেহেদি, সাকিব, শুভ, মিলন, শিপন, সাইদ, রাসেল, সুজন আমান, রুবেল, ফাহাদ, শাকিল, নয়ন, সাবেক ফুটবল বৃন্দ উপস্থিত ছিলেন ।