চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবেলা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্য মূলক আচরণ বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান টিপুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খান।
তিনি বলেন,আমাদের সন্তানদের সু শিক্ষায় শিক্ষিত করতে হলে মা বাবার খেয়াল রাখতে হবে। সন্তানরা কোথায় যাচ্চে কি করছে কার সাথে মিশছে খেয়াল রাখতে হবে।তাহলে আমাদের সন্তানরা সু শিক্ষায় শিক্ষিত করা সম্ভব।
এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ এলাকার জনসাধারণ।