চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শহীদ আলাউল হলে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সাড়ে পাঁচ টার সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ সূচনা বক্তব্য দেন। নজির আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন আবু নাসিফ খলিল, হারুন-অর রশিদ, আশিকুজ্জামান আসাদ, আনছার আলী,গোলাম কবীর মুকুল, অমিতাভ মীর,হোসেন মোহাম্মদ ফারুক, সুমন ইকবাল, কবি নজমুল হেলাল ও এ্যালবার্ড বিশ্বাস। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন সহয়োগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, নজির আহমেদ ও এ্যাড. বজলুর রহমান ।
পঠিত লেখার উপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা সহয়োগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, গোলাম কবীর মুকুল,অমিতাভ মীর ও এ্যাড বজলুর রহমান । এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ হেদায়েত উল্লাহ ও আসাদুজ্জামান।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল তার সমাপনী বক্তব্যে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদকে সার্বিকভাবে সহযোগিতা করায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকারকে বিশেষভাবে অভিনন্দন জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।