চুয়াডাঙ্গা সদরের বিজিবি ক্যাম্প সংলগ্ন জাফরপুর বাজারের অদূরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে চার সময় এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মোঃ তারিক হোসেন।
এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সড়ক পরিবহন ২০১৮ আইন অনুসারে হেলমেট না থাকা ড্রাইভিং লাইসেন্স না থাকা ও ফিটনেস বিহিন গাড়ির বিরুদ্ধে ৯ টি মামলার মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে।
এ সময় তিনি সকল মোটরসাইকেল ড্রাইভারদের হেলমেট পরিধান করে গাড়ি চালানোর জন্য সকলকে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন ও আহ্বান জানান।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ আনসার ভিডিপি একটি চৌকস দল। জনস্বার্থে এই অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।