আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন কমান্ডার এম শহীদুর রহমান। তিনি গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্নিদ্ধা দাসের নিকট থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান।
কমান্ডার এম শহীদুর রহমান আলমডাঙ্গার আনন্দধাম নিবাসী মরহুম আব্দুল হামিদ মিয়ার ছেলে। তিনি ব্যক্তি জীবনে নৌবাহিনীর পিএসসি অবসরপ্রাপ্ত কমান্ডার (নেভী)।
তিনি (চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা- ১) আসন থেকে সংসদ নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ পথসভা করে আসছেন। বিভিন্ন ভাবে গরীব দু:খি মানুষের সেবা করে চলেছেন। তিনি অবহেলিত মানুষের কল্যাণে নিজেকে আত্ম নিয়োগ করার জন্যই সংসদ নির্বাচন করছেন বলে জানান।
কমান্ডার এম শহীদুর রহমান বলেন,আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। আমার চাওয়া পাওয়ার কিছু নেই,বৃহত্তর আলমডাঙ্গা উপজেলার আমিই এক মাত্র পার্থী। আমার ২২ বছরের অবসর জীবনে আমি দান খয়রাত করে পূর্ণাঙ্গ শান্তি পাইনি। তাই আরও বৃহৎ আকারে আপনাদের সেবা করার জন্য জনপ্রতিনিধি হতে ইচ্ছুক। আপনারা যদি আগামী সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের জন্য বরাদ্দকৃত একটি টাকাও আমি বা আমার কেউ ভোগ করবে না। আপনাদের বাজেট আপনাদের হাতেই তুলে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আসন্ন সংসদ নির্বাচনে আমার সাথে থেকে আপনার মূল্যবান ভোটটি আমাকে দিয়ে বিজয়ী করবেন বলে আমি প্রত্যাশা করছি।